Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর চরভৈরবী কমিউনিটি পুলিশিংকমিটির মতবিনিময় সভা

হাইমচর চরভৈরবী কমিউনিটি পুলিশিংকমিটির মতবিনিময় সভা

সোমবার ০৮ জুন ২০১৫ :  ১০:৩৬ অপরাহ্ন

বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) :

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের কমিউনিটি পুলিশ, ব্যবসায়ীদের মাঝে মানবপাচার, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুকবিষয়ক আইনশৃংখলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়ালি উল্লাহ (অলি) বলেন, ‘কমিউনিটি পুলিশ সদস্য দ্বারা সমাজের জুয়াড়ি, চুরি-ডাকাতি, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ অনৈতিক কাজগুলো দমন করা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘সমাজের শান্তিশৃংখলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ ও কমিউনিটি পুলিশের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কমিউনিটি পুলিশের লোকজন একটু সচেতন ও সোচ্চার হলে সমাজ থেকে অচিরেই অপরাধ নির্মূল করা সম্ভব। পুলিশের পক্ষে চুরি-ডাকাতিসহ নানা অনৈতিক কাজের সাথে জড়িত লোকজনকে নিশ্চিতভাবে ধরা সম্ভব নয়। যা কমিউনিটি পুলিশের দ্বারাই সম্ভব। চরভৈরবীতে যারা জুয়াখেলার সাথে জড়িত তারা যে কোনো জায়গায় আত্মগোপন করে থাকলেও পুলিশ সেখান থেকে বের করে আনবে। যারা জুয়া খেলার সাথে জড়িত তিনদিনের সময় বেঁধে দিয়ে জুয়া খেলা বন্ধ নির্দেশ দিন। অন্যথায় যে ঘরে জুয়াড়িদের পাওয়া যাবে সেই ঘরের মালিককে গ্রেপ্তার ও ঘরটি সিলগালা করে দেয়া হবে।’

সোমবার বিকেল ৫টায় চরভৈরবী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও আইনশৃংখলা কমিটির মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

চরভৈরবী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াছ লিটনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহদাত হোসেন মাস্টার, হাইমচর থানার এসআই আব্দুল হালিম সরকার, নীলকমল নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ূন কবিরসহ স্থানীয় কমিউনিটি পুলিশ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চরভৈরবী কমিউনিটি পুলিশিং সদস্য, ব্যবসায়ী, মৎস্য আড়ৎদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।