Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ১০০ জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
সেলাই মেশিন বিতরণ, সেলাই মেশিন বিতরণ, সেলাই মেশিন বিতরণ, সেলাই মেশিন বিতরণ

হাইমচরে ১০০ জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে ১০০জেলে পরিবারের মাঝে জেলে পুর্নবাসনের সেলাই মেশিনের বিতরণ উদ্বোধন করেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ূন কবির প্রধানীয়া।

আজ বুধবার বিকেল চারটায় হাইমচর উপজেলা ৬ নং চরভৈরবী ইউনিয়ন জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানিয়া বলেন বর্তমান বিশ্বে করোনা ভাইরাস এর প্রভাব দিন দিন বেড়েই চলছে। আল্লাহর অশেষ রহমতে হাইমচরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব থাকলেও মৃত্যুর সংখ্যা কম।

করোনা ভাইরাস এর কথা চিন্তা করে হাইমচর উপজেলার সুযোগ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী নির্দেশে ৬নং চরভৈরবী ইউনিয়নের ১০০পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনির উপহার সামগ্রী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে পাঁচ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

ত্রান সামগ্রী বিতরণ করতে গিয়ে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী করোনা ভাইরাস এর পজেটিভ হয়েছিল। আল্লাহর রহমতে তিনি করোনা কে জয় করে হাইমচরের জনগণের মাঝে ফিরে এসেছেন।

এসময় উপস্থিত ছিলেন চরভৈরবী ইউনিয়নের মহিলা সদস্য নাজমা রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ইউসুফ বেপারী, সাধারণ সম্পাদক আল-আমিন ছৈয়াল, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন বেপারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ ও যুবলীগ নেতা কাশেম চৌকিদার উপজেলা মৎস্য অফিসের ২ কর্মকর্তা সজিব ও শাহাজানসহ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রতিবেদক:মোঃ ইসমাইল,৮ জুলাই ২০২০