Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানে’ ৩৬ প্রকল্প বাস্তবায়ন
oti dharider jonn

হাইমচরে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানে’ ৩৬ প্রকল্প বাস্তবায়ন

চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ১ম পর্যায়ে ৩৬টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা গ্রামীণ সড়ক নির্মাণ, পুনঃনির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ, বিভন্নি প্রতিষ্ঠানের মাঠ ভরাটসহ উপকারেেভাগীদের মানউন্নয়নের কাজ চলছে।

উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ কাজ বাস্তবায়নে সার্বক্ষণিক নজরদারি রাখছেন। হাইমচরের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অনুন্নত অবহেলিত অতিদরিদ্রদের জন্য কর্ম সৃজন কাজ বাস্তবায়ন চলছে।

এ প্রকল্পের আওতায় অতিদরিদ্র ও নি¤œ আয়ের মানুষজনের কর্মসংস্থান সৃষ্ঠি হয়েছে। উপজেলার ৫নং হাইমচর ইউনিয়ন, ৪নং নীলকমল ইউনিয়ন, আলগী উত্তর, আলগী দক্ষিন , চরভৈরবী ও গাজিপুর ইউনিয়ন প্রথম ধাপে ৭৫% কাজ সমাপ্ত করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় ১ কোটি ৪২ লাখ ৫৬ হাজার টাকা ব্যায়ে ৩৬টি প্রকল্পে অতিদরিদ্র পরিবারের উপকারভোগীর সংখ্যা ১৭৮২ জনের জীবন মানউন্নয়ন হচ্ছে।

হাইমচর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাকসুদুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ইউপি চেয়ারম্যানসহ ৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কর্ম সৃজন কাজ তদারকি মনিটরিং টিম এর তত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উপজেলায় ৬ টি ইউনিয়নে ৩৬টি প্রকল্পের আওতায় কাজ চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৭৫% কাজ সমাপ্ত হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে।’

আলগী দক্ষিণ ইউপি চেয়ারম্যান সরদার মোঃ আঃ জলিল মাস্টার চাঁদপুর টাইমসকে জানান, ‘সরকারের নীতিমালা অনুযায়ী শ্রমিকের মাধ্যমে কর্মসৃজন কর্মসূচির প্রকল্প বাস্তবায়ন চলছে। উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার ইউনিয়নে বাস্তবায়নাধীন কাজ সরজমিন পরিদর্শন করেছেন।’

হাইমচর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সরকার বলেন, জনবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। কর্মসৃজন কর্মসূচির মাধ্যমে এলাকার কর্মহীন মানুষের কর্মসংস্থানের পাশাপাশি চরবেষ্টিত হাইমচর ইউনিয়নে নতুন নতুন সড়ক সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ চাঁদপুর টাইমসকে জানান, সরকারের নীতিমালা অনুযায়ী কর্মসৃজন প্রকল্প হাইমচরে বাস্তবায়ন হচ্ছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মাসুম চাঁদপুর টাইমসকে জানান, কাজ নীতিমালা অনুযায়ী শতভাগ নিশ্চিত করতে ট্যাগ অফিসারের বাহিরেও ৫ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে। কাজ বাস্তবায়নে আমাদের কঠোর নজরদারি রয়েছে।

হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী চাঁদপুর টাইমসকে জানান, অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সরকারের নেয়া কর্মসৃজন প্রকল্প যাতে সঠিক ভাবে বাস্তবায়ন হয় সে বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিয়ে আমি প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। কাজ শতভাগ বাস্তবায়নে শ্রমিক এবং প্রকল্প সভাপতিদের নির্দেশনা প্রদান করেছি।

বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ৯:২৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ