Home / উপজেলা সংবাদ / হাইমচরে লিগ্যাল এইড কমিটির আলোচনাসভা
হাইমচরে লিগ্যাল এইড কমিটির আলোচনাসভা

হাইমচরে লিগ্যাল এইড কমিটির আলোচনাসভা

‘‘গরিব-দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়’-এ প্রতিপাদ্য বিষয়ের ওপর হাইমচরের অসহায় ও দরিদ্র জনগণের জন্যে সরকারি খরচে আইন সহায়তা প্রাপ্তির ব্যাপারে জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের মধ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর সকাল ১০টায় হাইমচর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময়সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবিরের সভাপতিত্বে ও লিগ্যাল এইড জেলা কমিউনিটি ফ্যাসিলেটর মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর আনিছুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসএম কবির বলেন, হাইমচরের চরাঞ্চলের মানুষের আইনের সহায়তার জন্যে এ সংস্থাটি সঠিকভাবে কাজ করলে মানুষ কারো দ্বারে দ্বারে ঘুরতে হবে না। যারা টাকার অভাবে সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে তারা লিগ্যাল এইডের মাধ্যমে আইনের সহায়তা পাবে বলে আমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ এনায়েত উল্লাহ, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম বাশার, সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলমসহ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৮:৩৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার

এমআরআর