Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে মেডিকেল ক্যাম্পিং ও শীতবস্ত্র বিতরণ
মেডিকেল

হাইমচরে মেডিকেল ক্যাম্পিং ও শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা একতা যুব সমাজ কল্যান সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের চিকিৎসা সেবায় মেডিকেল ক্যাম্পিং ও শীতবস্ত্র বিতরণের করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
শনিবার দুপুরে বাংলা বাজার আদর্শ একাডেমি মাঠে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মোতালেব মাষ্টারের সভাপতিত্বে প্রধান শাখার সভাপতি কামরুল হাসান বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম খান।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মোল্লা, মিজানুর রহমান ভুইয়া, উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খান, হাইমচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হোসেন রাজু সহ অন‍্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা কেক কেটে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।সংস্থার প্রধান উপদেষ্টা- হোসাইন মিয়া ভুট্টো, উপদেষ্টা- মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা- কে এম ফরিদ, শরীফ আখন সহ সংগঠনের সবার অর্থায়নে এই বস্ত্র বিতরণ করা হয়।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ৪ ফেব্রুয়ারি ২০২৩