Home / উপজেলা সংবাদ / হাইমচরে প্রতিবন্ধিদের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্ধোধন
Haimchor-logo

হাইমচরে প্রতিবন্ধিদের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্ধোধন

চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধিদের ফ্রি মোবাইল থেরাপি চিকিৎসা ক্যাম্প উদ্ধোধন শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাইমচর থানা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বকক্তব্যে উপজেলা পরিষদ চেয়াম্যান মোঃ নুরহোসেন পাটওয়ারী বলেন সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোর গোড়ায় পৌছে দিচ্ছে। আ’লীগ সরকার স্বাস্থ্য সেবার ব্যাপক উন্নয়ন করেছে। এরই ধারাবাহিকতায় আজ চিকিৎসা সেবা গরীব অসহায় জনগনের দারপ্রান্তে এসে পৌছে দেয়ার জন্য আজকের এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন।

প্রতিবন্ধি সেবা কেন্দ্র ফরিদগঞ্জ শাখার পরিচালনায় ২ দিন ব্যাপী প্রতিবন্ধিদের ফ্রি মোবাইল ভ্যান সার্ভিসের মাধ্যমে চিকিৎসা ক্যাম্পের উদ্ভোধন করা হয়েছে। এ ক্যাম্পে প্রতিবন্ধিদের বিনা মুল্যে ফিজিওথেরাপি, অকুফেশনাল থেরাপীসহ জনসচেতনামুলক কার্যক্রম পরিচালনা করা হয়।

মোবাইল থেরাপী ক্যাম্প পরিচালনা করে ডাঃ প্রীত লাল সাহা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন হাইমচর প্রতিবন্ধি কল্যান সংঘের সভাপতি মোঃ ছোবহান ভ’ইয়া।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট