Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ইলিশ রক্ষা অভিযানে ১৩ জেলে আটক
ইলিশ রক্ষা

হাইমচরে ইলিশ রক্ষা অভিযানে ১৩ জেলে আটক

চাঁদপুরে হাইমচর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে আড়াই লাখ মিটার জাল, ৭০ কেজি ইলিশ, একটি বোর্ড ও ৮ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড ।

আজ সোমবার ভোরে হাইমচর কোস্টগার্ডের মাষ্টার চিফ পেডি অফিসার ইসহাক নির্দেশনায় পিটি অফিসার ইমদাদুল হক নেতৃত্বে ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযান করা হয়।

আটককৃত জেলেদের ৫০০০ টাকা জরিমানা করেন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট ফেরদৈৗসী বেগম।

আটককৃত জেলেরা হলেন,
আল আমিন(২৫),আরিফ(২৫), নজরুল(২৭), দেলোয়ার(২৪), রুবেল(৩৬), খাজা আহমেদ(৩৫), শাকিল(২০), শাহজান। প্রত্যেকে চাঁদপুর জেলার গোবিন্দপুর গ্রামের।

এসময় উপস্থিত ছিলেন সামুদ্রিক বৈজ্ঞানিক কর্মকর্তা সামুদ্রিক জরিপ ব্যবস্থাপনা ইউনিট কক্সবাজার হাসান আনোয়ারুল কবির, মৎস্য অফিসের সজিব চন্দ্র, মোঃ হাফিজ আহমদসহ কোস্টগার্ডের অফিসারবৃন্দ।

সোমবার ভোরে অপর এক অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার জাল, ৩ কেজি ইলিশ, একটি বোর্ড ও ৫ জেলেকে আটক করেছে নীলকমল নৌ-পুলিশ ।

নীলকমল নৌ-পুলিশের ইনচার্জ আব্দুল জলিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জেলেদের চাঁদপুর কোর্টে প্রেরন করা হয়।

আটক জেলেরা হলেন, মানিক জমাদার(২৫), কাওসার হাওলাদার(৫০),আমিন বকাউল(৩৫), জব্বর (৪০), কাদিও (৪৮)।

প্রতিবেদক:মো.ইসমাঈল ১৮ অক্টোবর ২০২০