Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া-গুলবাহার-কাশিমপুর সড়কে সিএনজি চলাচল বন্ধ
cng oborod
ফাইল ছবি

কচুয়া-গুলবাহার-কাশিমপুর সড়কে সিএনজি চলাচল বন্ধ

কচুয়া-গুলাবহার-কাশিমপুর সড়কে সিএনজি চালকদের মারধর, অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে সিএনজি চলাচল বন্ধ করে বুধবার (২ আগস্ট) দুপুর থেকে সন্ধ্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে চালকরা।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে কচুয়া সিএনজি স্ট্যান্ডে গুলবাহার গ্রামের সিএনজি চালক আহসান উল্লাহ মজুমদারকে অপর সিএনজি চালক হানিফ কর্তৃক মারধরের ঘটনার প্রতিবাদে বুধবার কচুয়া-কাশিমপুর সড়কে সিএনজি গুলবাহার বাজারে বন্ধ রেখে প্রতিবাদ মিছিল করে চালকরা।

খবর পেয়ে কচুয়া থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স গুলবাহার বাজারে ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত চালকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। তবে সিএনজি চালকরা অভিযুক্ত হানিফ গংদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানায় এবং সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত এ সড়কে সিএনজি চলবে না বলে তারা দাবী করেন।

এ ব্যাপারে ইজারাদার ও কচুয়া-কাশিমপুর সড়কের মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম জানান, কচুয়ায় অন্যসব সড়কের মতো নিয়ম মেনে এ সড়কে চালকদের কাছ থেকে চাঁদা নেয়া হয়। আমার কোন লোক চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়নি বলেও তিনি জোর দাবি করেন।

তিনি আরো জানান, কচুয়ার অনেক সিএনজি ও চালকদের অহেতুক গুলবাহার এলাকায় জোরপূর্বক আটকে রেখে দেয়া হয়।

প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ ২ : ১৫ এএম, ৩ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply