Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে স্মার্ট কার্ড বিতরণের তারিখ নির্ধারণ
স্মার্ট কার্ড

মতলব দক্ষিণে স্মার্ট কার্ড বিতরণের তারিখ নির্ধারণ

চাঁদপুর মতলব দক্ষিণে উপজেলার ৬ ইউনিয়ন ও মতলব পৌরসভার স্মার্টকার্ড বিতরণ করবে উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু জাহের ভূঞাঁ স্মার্ট কার্ড বিতরণের বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন,যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি-২০০২ সালের পূর্বে অর্থাৎ ২০১৯ সালের হালনাগাদে যারা ভোটার হয়েছেন শুধুমাত্র তাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে। বিতরণের সময় সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

পৌরসভাসহ ৬ ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও স্থানঃ১ নং নায়েরগাও উত্তর ইউনিয়নের ইউনিয়ন কমপ্লেক্সে, ১৪/৩/২১, রবিবার, ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ( আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ) ১৫/৩/২১ সোমবার,৩ নং খাদেরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে ১৬/৩/২১ মঙ্গলবার, ৪ নং নারায়নপুর ইউনিয়নে ২ দিন – ২১ মার্চ রবিবার (১৪৯ নং দক্ষিণ পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও ২২ /৩/২১ সোমবার (১৪৯ নং দক্ষিণ পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,৫ নং উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ মার্চ মঙ্গলবার, ৬ নং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ২৪ মার্চ বুধবার এবং মতলব পৌরসভায় দুইদিন।

২৫ মার্চ মতলব সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবন( ১ থেকে ৫ নং ওয়ার্ড) ও ২৮ মার্চ রবিবার মতলব সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবন (৬ থেকে ৯ নং ওয়ার্ড)।

প্রতিবেদকঃমাহফুজ মল্লিক,১১ মার্চ ২০২১