Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

কচুয়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

চাঁদপুর কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে রোববার (৬ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে মো. সোহেল (২০) নামের যুবককে ৫০৯ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আটককৃত যুবক, উপজেলার পালগীরি গ্রামের মো. শহীদ মিয়ার পুত্র রিক্সা চালক মো. সোহেল।

কচুয়া থানার এসআই মো. রহমত আলী জানান, পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী, একই উপজেলার কান্দিরপাড় গ্রামের আঃ মালেকের কন্যা ফারজানা আক্তার (১৫) কে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের সহযোগীতায় যুবক সোহেল মিয়া ও তার দুই সহযোগী একই গ্রামের শাহআলম (১৮) ও বিল্লাল (১৯) কে আটক করে পুলিশ।

পরে ভ্রম্যমান আদালতে স্কুল ছাত্রীর জবান বন্ধীতে সোহেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দু’যুবক শাহআলম ও বিল্লাল হোসেনকে মুসলেকা নিয়ে বেকসুর খালাস দেয়া হয়।

।। আপডটে, বাংলাদশে সময় ৯ : ৫৩ পিএম, ৬ নভেম্বর ২০১৬, রোববার
এইউ

স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া

Leave a Reply