Home / সারাদেশ / বাংলাদেশের ২১ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
বাংলাদেশের ২১ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
R

বাংলাদেশের ২১ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ২১ হাজার ১শ’১০ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮শ’৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ২শ’৩৪ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ এবং সৌদি এয়ারলাইন্সের ৩২ ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান।

এ বছর হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১শ’৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। ৪শ’১৯ যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইট। এবার শেষ ফ্লাইট ছেড়ে গেছে ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ হবে ৫ অক্টোবর।

সরকারি ব্যবস্থাপনায় যাওয়া দ্বিতীয় ফ্লাইটের সব হজযাত্রীরা মদিনায় অবস্থান করছেন। তারা সেখানে ৮ দিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় ফিরে আসবেন।

সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক থেকে এ পর্যন্ত ৮শ’৯১ জন হজযাত্রীকে সহযোগিতা দেওয়া হয়েছে। আর সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র সেবা পেয়েছেন ৩শ’৩৫ জন বাংলাদেশি হজযাত্রী। (বিডি প্রতিদিন)

ডেস্ক নিউজ
:আপডেট,বাংলাদেশ সময় ৭ :১০ পিএম,৩১ জুলাই ২০১৭,সোমবার
এজি

Leave a Reply