Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া কড়ইয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা
কচুয়া কড়ইয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা

কচুয়া কড়ইয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ও স্টাপ কোয়ার্টারটি দীর্ঘদিন ঘরে বেহাল দশায় পরিনত হয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় ও কর্মকর্তা, স্টাফ কোয়ার্টার সংস্কার না হওয়ায় চরম বেকায়দায় রয়েছে কর্মরত কর্মকর্তারা।

সরেজমিনে জানা গেছে, নলুয়া বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত কড়ইয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি প্রতিষ্ঠা হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ স্বাস্থ্য কেন্দ্রে প্রতিনিয়ত ছোট খাটো রোগের চিকিৎসা নিয়ে থাকেন। বিশেষ করে গরীবের হাসপাতাল খ্যাত এই স্বাস্থ্য কেন্দ্রে ভিজিট না থাকায় ও সহজে পরামর্শ পাওয়ায় এ কেন্দ্রে প্রতিনিয়ত রোগীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

স্থানীয় নলুয়া বাজার ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য মোঃ ওমর ফারুক পাটওয়ারী বলেন, ‘হাসপাতালটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রয়েছে। ফলে ডাক্তার ও স্টাফরা ঠিক মতো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। আমি বর্তমান স্বাস্থ্য বান্ধব সরকারের কাছে এ হাসপাতাল কেন্দ্রটি দ্রুত সংস্কারের দাবী জানাই।’

ইউনিয়ন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাছিম আহমেদ বলেন, ‘আমি চলতি বছরের এপ্রিল মাসে দায়িত্ব গ্রহন করি। এর পূর্বে প্রায় ২ বছর অতিরিক্ত দায়িত্ব পালন করি। আমার দায়িত্বকালীন সময়ে চেষ্টা করছি সরকারি নীতিমালা অনুসারে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেয়ার। কিন্তু বর্তমানে ভবন ও স্টাফ কোয়ার্টার ঝুঁকি পূর্ণ থাকায় কিছুটা ব্যাহত হচ্ছে।’

ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুবর্না আক্তার ও ফার্মাসিস্ট হাসিনা আক্তার বলেন, ‘চিকিৎসা সেবা মানুষের দোরগোরায় পৌছে দেয়ার জন্য কাজ করছি। এদিকে কড়ইয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের মূল ভবন ও স্টাফ কোয়ার্টারটি চিকিৎসা সেবার স্বার্থে দ্রুত সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী।’

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
১৭ অক্টোবর,২০১৮

Leave a Reply