চাঁদপুর

চাঁদপুর সদর ইউএনও কানিজ ফাতেমার যোগদান

চাঁদপুর সদরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বৃহস্পতিবার (৮ জুন) যোগদান করেছেন কানিজ ফাতেমা। সাবেক ইউএনও উদয়ন দেওয়ানের পদোন্নতিজনিত বদলীর পর তিনি এ নিয়োগ পান।

তিনি সর্বশেষ চাঁদপুর জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) ছিলেন।

এর আগে ২৯ তম বিসিএসের প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৫ সালে ৬ জুন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন।

কানিজ ফাতেমার জন্মস্থান নওগাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।

কন্যা সন্তানের জননী এ কর্মকর্তার স্বামী আবুল কালাম আজাদ চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাব রেজিস্টার।

নতুন দায়িত্ব পেয়ে এক পতিক্রিয়ায় ইউএনও কানিজ ফাতেমা চাঁদপুর টাইমসকে জানান, ‘নতুন এ পদে যোগদান করে আমি খুশি। প্রথমত আমার পরিচিত জেলাতে যোগদান। দীর্ঘদিন এ জেলার উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম এখন আবার সুযোগ হলো কাজ করার।’

তিনি আরো জানান, ‘আমার লক্ষ্য থাকবে সরকার আদেশ-নিষেধগুলো যথাযথভাবে পালন করা। বিশেষ করে চাঁদপুর সদরকে ডিজিটাল উপজেলা গঠন করতে আমার ভূমিকা থাকবে।’

এছাড়া সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে তা হলো ভিক্ষুক ও দারিদ্রমুক্তকরণ। এ কর্মসূচিতে তাঁর ব্যাপক ভূমিকা থাকবে ও প্রশসানের সকল কার্যক্রমে চাঁদপুরবাসীর সহযোগিতা চেয়ছেন।

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন

: আপডেট, বাংলাদেশ সম ০৫: ০০ পিএম, ৮ জুন ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share