Home / তথ্য প্রযুক্তি / শীতকালীন অধিবেশনেই পাস হচ্ছে সম্প্রচার নীতিমালা
inu

শীতকালীন অধিবেশনেই পাস হচ্ছে সম্প্রচার নীতিমালা

জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই সম্প্রচার নীতিমালা পাস হচ্ছে। টেলিভিশনের সুরক্ষা ও প্রসারের লক্ষ্যে সম্প্রচার আইনের খসড়া অধিবেশনে তোলা হবে। এমনটাই নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (২১ নভেম্বর ) বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক র‌্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।

ইনু বলেন,‘সংবিধানে বর্ণিত অধিকার তথা গণমাধ্যমের অধিকার সুরক্ষিত করতে একটা কাঠামো দরকার। এজন্য আমরা সম্প্রচার নীতিমালা আইন ও একটা কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছি। গণমাধ্যমের নিয়ন্ত্রণে বিশ্বাসী নই,তাই নীতিমালা থেকে রেগুলারিটি শব্দটি বাদ দিয়েছি।’

মন্ত্রী বলেন,‘আশা করছি জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই এ নীতিমালা পাস হবে।’

প্রচারের স্বাধীনতাকে রক্ষা করতে,সাম্প্রদায়িকতা,মিথ্যাচার ও আকাশ সংস্কৃতির ঝাপটা থেকে সম্প্রচার মাধ্যমকে মুক্ত রাখতে, গণমাধ্যমকর্মীদের উৎকণ্ঠা দূর করতে এবং গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতে সম্প্রচার নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম,২১ নভেম্বর ২০১৭,মঙ্গলবার
এজি

Leave a Reply