Home / খেলাধুলা / মাহমুদুল্লাহর ঘূর্ণিতে খুলনার নাটকীয় জয়
bpl

মাহমুদুল্লাহর ঘূর্ণিতে খুলনার নাটকীয় জয়

শেষ ওভারে অধিনায়ক মাহমুদুল্লাহর দুর্দান্ত বোলিংয়ে নাটকীয় জয় পেয়েছে খুলনা টাইটানস। জয়ের মোহনা থেকে রাজশাহী কিংসকে ফিরিয়ে ৩ রানে জয় ছিনিয়ে নেয় খুলনা।

বিপিএলের দ্বিতীয় দিনে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান তুলেছিল খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩০ করে গুটিয়ে যায় রাজশাহী কিংস।

ফলে খুলনা টাইটানস ৩ রানে জয়ী হয় এবং ম্যান অব দ্য ম্যাচ হন দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

শেষ ১২ বলে রাজশাহীর প্রয়োজন ছিল যখন ১৩ রান, হাতে ৬ উইকেট। ১৯তম ওভারের প্রথম বলে ফরহাদ রেজার বাউন্ডারিতে সমীকরণ নেমে আসে ১১ বলে ৯। কিন্তু পরে ৫ বলে মাত্র ২ রান দেন জুনাইদ খান, ফিরিয়ে দেন ফরহাদকেও।

এরপর সেই নাটকীয়তার শেষ ওভার। ৩ উইকেট হাতে নিয়ে রাজশাহীর চাই ৭ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেই হাতে নিলেন বল। প্রথম দুই বলে দুটি সিঙ্গেল, পরে বলটি ওয়াইড। চার বলে তখন চার রানের সহজ হিসাব।

কিন্তু মাহমুদউল্লাহকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়লেন আবুল হাসান। পরের বলে স্লগ করতে গিয়ে বোল্ড মোহাম্মদ সামি। উইকেটকিপার পুরান বেলস ওড়াতে দেরি করায় পরের বলে হ্যাটট্রিক হয়নি মাহমুদউল্লাহর। তবে শেষ বলে ঠিকই ধরা দিয়েছে উইকেট আর দলের দারুণ জয়!

পুরো ম্যাচে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে খুলনা টাইটানস। এরমধ্যে মজিদ ১৫, পুরান ১৪, ওয়েসেলস ৩২, মাহমুদউল্লাহ ৩২, শুভাগত ৩, অলক ১১, আরিফুল ১৪, শফিউল ০, জুনাইদ ০*, আসগর ৮*।

এদিকে ফিল্ডিংয়ে নেমে দলের পক্ষে সামি ০/২৩, ফরহাদ ০/৮, মিরাজ ১/১৫, নাজমুল ০/২২, স্যামি ০/১৮, প্যাটেল ১/১৮, আবুল হাসান ৫/২৮ স্কোর গড়েন।

অপরদিকে ২০ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় রাজশাহী কিংস। দলটির পক্ষে মুমিনুল ৬৪, নুরুল ৪, সাব্বির ৪, আকমল ০, প্যাটেল ১০, স্যামি ৩১, আবুল হাসান ৩, ফরহাদ ৪, সামি ১, মিরাজ ০*, নাজমুল ০* রান করেন।( যুগান্তর)

নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ ৫:২৫ পিএম, ২১ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
এএস

Leave a Reply