Home / সারাদেশ / কুমিল্লায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
শিক্ষার্থীর

কুমিল্লায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় একটি মাদ্রাসার ৫ম তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মোঃ ফয়সাল (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফয়সাল জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের মৃত আবুল ফজল মাস্টারের ছোট ছেলে।

রবিবার (২০জুন) বিকালে বাঙ্গরা বাজাওে এলাকায় অবস্থিত মারকাযুস সুন্নাহ নামের ওই মাদরাসায় এ দূর্ঘটনা ঘটে। ফয়সাল উক্ত মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। সে গত ৭জুন এই মাদরাসায় ভর্তি হয়।

জানা যায়, ভর্তির পর থেকেই শিক্ষার্থী ফয়সাল বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছিল। মাদরাসার পক্ষ থেকে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য বলা হয়।

এদিকে রোববার বিকেলে প্রতিদিনের মত শিক্ষকদের সাথে ফয়সাল মাদরাসার ছাদে উঠে। মাগরীবের নামাজের পূর্বে সকল শিক্ষার্থীরা যখন ছাদ থেকে নামতে যায় তখন ফয়সাল দৌড়ে গিয়ে ছাদ থেকে লাফ দেয়। এসময় ভবনের পাশে থাকা একটি দোকানের টিনের চালা ভেঙ্গে মাটিতে পড়ে যায় সে।

মাদরাসা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী মারকাযুস সুন্নাহ মাদরাসার শিক্ষক মামুন মিয়া বলেন, আসর নামাজের পর আমি ও আরেকজন শিক্ষক ছাত্রদের সাথে ছাদে ছিলাম। যখন সময় শেষ তখন ছাত্রদেরকে একসাথে করে নামতে বলি। অন্যরা নামার জন্য আসলেও ফয়সাল না এসে দৌড়ে গিয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়।

এ ব্যপারে মাদরাসার পরিচালক হাফেজ মোঃ আরিফ হাসান বলেন, ঘটনার সময় মাদরাসার পাশে এক দোকানে বসা ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে টিনের চালার তালাবদ্ধ দোকানটি খুলে ভিতয়ে গিয়ে দেখি ফয়সাল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।

তাৎক্ষনিকভাবে তাকে মুরাদনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ফয়সাল এর আগেও কয়েকটি মাদরাসা থেকে পালিয়ে এসেছে। আমার আত্মীয় হওয়ায় তার মা তাকে আমার এখানে এনে ভর্তি করান। সে যেন আবার পালিয়ে না যায় সে জন্য আমরা তাকে সবসময় চোখে চোখে রাখতাম।

নিহত শিক্ষার্থী ফয়সালের মা ও পরিবারের সদস্যরা জানান, আত্মীয়ের মাদরাসা হওয়ায় তার (ফয়সালের) ভালোর জন্যই ভর্তি করিয়েছি যেন হাফেজ হতে পাড়ে। আমাদের ভাগ্যে হয়তো নেই। মাদরাসার বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই বলেও জানান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলমম ইমরুল,২১ জুন ২০২১