Home / চাঁদপুর / চাঁদপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছায় যা বললেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
Dipu-Moni
ফাইল ছবি: চাঁদপুর টাইমস

চাঁদপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছায় যা বললেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি চাঁদপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলিম উম্মাহ পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করে থাকে। তবে গতবারের মতো এবারের ঈদ আনন্দেও ভিন্নতা রয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এ আনন্দকে অনেকটা ম্লান করে দিয়েছে। তারপরও আমি বলবো আমরা যেনো মানসিকভাবে ভেঙ্গে না পড়ি। আমরা ঈদের খুশি উদ্যাপন করবো প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করে। আমরা করোনাভাইরাসকে জয় করবো, সকলে সচেতন হবো।

তিনি আরো বলেন, সংযমের ব্রত পালনের পর সার্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদ-উল-ফিতর। সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমুখর হয়ে উঠুক শ্রেণী-পেশা নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে আসুন, করোনাকালে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেই। ঈদ মোবারক

স্টাফ করেসপন্ডেট