Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি হতে নীলফামারীতে ২৭ জন ধান কাটা শ্রমিক প্রেরণ
ধান কাটা শ্রমিক প্রেরণ

শাহরাস্তি হতে নীলফামারীতে ২৭ জন ধান কাটা শ্রমিক প্রেরণ

শাহরাস্তি হতে নীলফামারী জেলায় উৎপাদিত ধান কাটা ও মাড়াই কাজের জন্য শাহরাস্তি উপজেলা থেকে ২৭ জন পেশাদার কৃষি শ্রমিক পাঠানো হয়েছে।

২৫ এপ্রিল শনিবার উপজেলার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকা থেকে শ্রমিকরা নীলফামারীর উদ্দেশে বাস যোগে রওনা হন।

জানা যায়, মরনঘাতি কোভিড-১৯ সংক্রমনের আশংকায় ঘোষিত লকডাউনে নীলফামারী জেলার ২৭ জন শ্রমিক নিজ এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের জন্য শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের উদ্যোগে রওনা হয়েছেন।

হাজীগঞ্জ ও কচুয়া সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনের নেতৃত্বে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম তাদেরকে দোয়াভাঙ্গা থেকে বিদায় জানান।

অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, ধান কাটার জন্য এক জেলা হতে অন্য জেলায় শ্রমিক প্রেরণে সহযোগিতা করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। হাজীগঞ্জ হতে ৩৬ জন শ্রমিককে পঞ্চগড় পাঠানো হয়েছে। ভবিষ্যতে যেকোন জেলায় শ্রমিক পাঠাতে সহযোগিতা অব্যাহত থাকবে।

ওই সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি থানার উপ-পরিদশর্ক (এসআই) মোঃ শেখ কামাল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সোলেমান ভূঁইয়া, রাসেল রানা সঙ্গীয় ফোর্স।

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২৬ এপ্রিল ২০২০