Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা বাজারে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হাজী আঃ রশিদ রাইচ মিলে আগুন লেগে সব পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে।

হাজি আবদুর রশিদ এর ছেলে মোঃ এমরান হোসেন জানান,আমি বৃহস্পতিবার দুপুরে মিল বন্ধ করে মেইন সুইস অপ করে কুমিল্লাতে চলে যাই।

ওই দিন মাগরিবের নামাজের সময় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এমরান হোসেন বলেন আমার বোর্ডের মেইন সুইস, কাটাউটের তার সব ঠিক আছে। তিনি বলেন আমার বৈদ্যুতিক বোর্ড দোকানের মধ্যখানে,আগুন লেগেছ উত্তর মাথা থেকে।

তার দাবী নাশকতা করে কেউ এ কাজ করতে পারে। এ ব্যপারে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হোসেনের তিনি বলেন প্রাথমিক ভাবে আমরা রিপোর্ট দিয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

পুর্নাঙ্গ রিপোর্ট দেওয়া যাবে আবেদন করলে তদন্ত সাপেক্ষে। এমরান জানান আগুনে পুড়েছে ৩ টি মোটর, ৪ টি হলার হলদি, মরিচ, ভুট্টা, ডাল, ঘর, ক্ষতির পরিমান প্রায় ৭ লক্ষ টাকা

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,১৩ সেপেটম্বর ২০২০