Home / আন্তর্জাতিক / শান্তিরক্ষীতে বাংলাদেশীসহ যৌন নির্যাতনে একাধিক অভিযুক্ত
শান্তিরক্ষীতে বাংলাদেশীসহ যৌন নির্যাতনে একাধিক অভিযুক্ত

শান্তিরক্ষীতে বাংলাদেশীসহ যৌন নির্যাতনে একাধিক অভিযুক্ত

শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে অনেকটা হিমশিম খাচ্ছে জাতিসংঘ। প্রথমবারের মতো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শিশুদের যৌন নির্যাতনের সঙ্গে জড়িত শান্তিরক্ষীদের জাতীয়তা প্রকাশ করা হয়েছে।

এমন খবর প্রকাশ করেছে বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমে বিবিসির খবরে বলা হয়, এই সন্দেহভাজনরা এসেছে বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজার ও সেনেগাল থেকে।

নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ কর্মকর্তা (সহকারী মহাসচিব, অ্যান্থনি ব্যানবেরি) কান্নাজড়িত কণ্ঠে যৌন নির্যাতনের নতুন অভিযোগগুলো ঘোষণা করেন।

তিনি বলেন, এই সমস্যা মোকাবেলায় সম্ভাব্য সব কিছুই করা হচ্ছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ ও ইউরোপীয় শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে অনেকটা হিমশিম খাচ্ছে জাতিসংঘ।

গত মাসে এসব যৌন নির্যাতনের অভিযোগের বিষয়ে জাতিসংঘের প্রতিক্রিয়াকে মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ হিসেবে বর্ণনা করে একটি স্বাধীন প্যানেল।

নিউজ ডেস্ক : আপডেট ৮:১০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬,শনিবার

ডিএইচ