Home / খেলাধুলা / রোনালদোর সমাকামীতা নিয়ে মিডিয়ায় তোলপাড়
রোনালদোর সমাকামীতা নিয়ে মিডিয়ায় তোলপাড়

রোনালদোর সমাকামীতা নিয়ে মিডিয়ায় তোলপাড়

নতুন নতুন নারী সম্পর্কের বিষয়ে বেশ উদার ক্রিশ্চিয়ানো রোনালদো। রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্ক চুকে-বুকে যাওয়ার পর একটি ব্রিটিশ ট্যাবলয়েড হিসাব কষে বের করেছিল, ২৮ বছরে রোনালদোর বান্ধবী পরিবর্তন করেছেন ২৮ বার। একের পর এক সম্পর্কে জড়ানো যেন তার কাছে ডাল-ভাত।

কিন্তু, একি অভিযোগ উঠলো রিয়াল মাদ্রিদ সুপার স্টারের নামে? রোনালদো না কি সমকামী? মরোক্কান কিকবক্সার বন্ধ বদর হারির সঙ্গে নামি সমকামি সম্পর্ক রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর! স্প্যানিশ মিডিয়ার আরও দাবি, এই কিকবক্সারের সঙ্গে দেখা করতে প্রায়ই মরক্কো চলে যান সিআর সেভেন।

ফ্রান্সের একটি টিভি শোতে এক অনুষ্ঠানে এ নিয়ে আলোচনার পর থেকেই গুঞ্জনটি বাতাসের বেগে ছড়িয়ে পড়তে থাকে ফুটবলমহলে। ফরাসি টিভি’র ওই অনুষ্ঠানে ড্যানিয়েল রিওলো নামে এক ফুটবল বিশেষজ্ঞ হঠাৎ করে বলে ওঠেন, ‘মাঠের বাইরে ফুটবলাররা যা করেন তার একটা প্রভাব মাঠে পড়ে বলেই মনে হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোকেই ধরা যাক। এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে সপ্তাহে তিন-চার বার মরক্কো উড়ে যাওয়ার প্রভাব হয়তো তার পারফরম্যান্সে রয়েছে।’

ফরাসি টিভি অনুষ্ঠানে ওই মন্তব্যের পর এক নাতিদীর্ঘ রিপোর্ট প্রকাশ করে ফেলেছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। একই সঙ্গে তারা রিয়াল মাদ্রিদ ঘনিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, ‘রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও রোনালদোর নিয়মিত রাবাত (মরকোর রাজধানি) যাতায়াত নিয়ে বেশ চিন্তিত। তার মাঠের পারফরম্যান্সে রাবাত যাতায়তের কারণে কোন প্রভাব পড়ছে কি না সেটাও জানতে চান পেরেজ।’

রোনালদোর নিজের টাকায় কেনা প্রায় ১ কোটি ৩৫ লাখ পাউন্ডে কেনা গালফস্ট্রিম জি২০০ প্রাইভেট জেটটি পার্ক করা থাকে টোরেজন এয়ার বেজে। সপ্তাহে যে কোনদিন যে কোন সময় সেখান থেকে যে কোন স্থানের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন সিআর সেভেন।

এ কারণে অভিযোগ শোনা যায়, মাদ্রিদের অনুশীলনের পরপরই ব্যাক্তিগত জেট বিমানে করে মরক্কোয় চলে যান রোনালদো। একই রাতে তিনি আবার ফিরেও আসেন। যাতে পরবর্তী দিনের অনুশীলনের যোগ দিতে পারেন। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ সিআর সেভেনের ব্যক্তিগত জেটে এভাবে ‘ঘন ঘন’ মরক্কো যাওয়া নিয়ে বেশ উদ্বিগ্ন।

মূলতঃ রোনালদো-হারির সমকামী সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে, মাস দেড়েক আগে রোনালদোর সঙ্গে হারির দুটি ছবি পোস্ট করা নিয়ে। ওই ছবিগুলোর প্রথমটায় দু’জন পুল সেশনে। যা পোস্ট করে হারি লেখেন, ‘পুল সাইডে ঠান্ডা হচ্ছি রোনালদো ভাইয়ের সঙ্গে। আমার সুন্দর দেশটায় তোমাকে স্বাগত জানানোটা সব সময়ই দারুণ ব্যাপার।’ তবে বেশি হইচই হচ্ছে দ্বিতীয় ছবিটা নিয়ে। যে ছবিতে রোনালদোকে কোলে তুলে নিয়েছেন হারি। আর লিখেছেন, ‘জাস্ট ম্যারেড। হাহাহাহাহা। দুঃসময়ে তোমার পাশে থাকতে সব সময় আছি ভাই।’

কিকবক্সার হারির জীবনের কাহিনি আবার রূপকথার মতো। সব ছেড়ে উদ্বাস্তু হিসেবে অন্য দেশে আসার পর কিকবক্সিংয়ের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জীবন কাহিনী। তার এক কন্যাও আছে। মরক্কোতেই থাকেন। আর সে দেশে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। ব্যক্তিগত ওয়েবসাইট অনুযায়ী হারির অন্যতম ‘ফেভারিট’ ঘড়ি, গাড়ি আর পুরুষদের ফ্যাশন।

হারিকে নিয়ে বিতর্কও নতুন নয়। মারপিট করার অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়েছেন। তিন বছর আগে হারিকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল কিংবদন্তি রুদ খুলিতের সঙ্গে তার নাম জড়ানোয়। বলা হচ্ছিল, হারির জন্যই নাকি খুলিতকে ছেড়ে চলে যান তার স্ত্রী। দাবি উঠেছিল খুলিতের ৩৬ বছরের স্ত্রী এস্টেলি নাকি হারির প্রেমে পড়েছেন। এস্টেলি আবার খুলিতের থেকে বয়সে একুশ বছরের ছোট। পরে একটি ডাচ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এস্টেলি বলেছিলেন, ‘রুদের একটা কথা জানা উচিত। বদর আমাকে রুদের থেকে চুরি করেনি। রুদ নিজেই আমাকে সরিয়ে দিয়েছে।’

পর্তুগিজ মহাতারকা বা বদর অবশ্য তাদের নিয়ে ছড়ানো জল্পনার প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে আগে রোনালদো দাবি করেছিলেন, তিনি সমকামী নন। বছর পাচেক আগে পর্তুগালে সমকামীদের বিয়েকে সমর্থন করা প্রসঙ্গে সিআর সেভেন বলেছিলেন, ‘একজন পর্তুগিজ হিসেবে দেশে কী হচ্ছে সে ব্যাপারে ওয়াকিবহাল থাকার চেষ্টা করি। পরস্পরের ব্যক্তিগত ইচ্ছেকে সম্মান করা উচিত আমাদের। কারণ যাই হোক না কেন, সব নাগরিকের সমান অধিকার আর দায়িত্ব থাকা উচিত।’

নিউজ ডেস্ক  ।। আপডেট : ০৫:০০ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫, রোববার

ডিএইচ