Home / চাঁদপুর / চাঁদপুরে ফের রেলওয়ের ১৬টি ফিশপ্লেট চুরি, আটক ২
রেলওয়ের

চাঁদপুরে ফের রেলওয়ের ১৬টি ফিশপ্লেট চুরি, আটক ২

চাঁদপুরে আবারো রেলওয়ের ১৬টি (এম এস প্লেট) ফিশপ্লেট চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর শনিবার রাতে ৫নং কয়লাঘাটের রেলওয়ে ওয়াসঘাট থেকে ২ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে চাঁদপুর রেলওয়ে কৃর্তপক্ষ।

আটককৃতরা হলো চাঁদপুর শহরের রেলওয়ে কাঁচা কলোনী এলাকার জলিল গাজীর ছেলে মনির হোসেন গাজী (৩০) ও মৃত রতন গাজীর ছেলে মোহন গাজী (৩২)। তবে এর মধ্যে একজন মোহন গাজী নামের এক আসামি পালিয়ে গেছে বলে জানান রেলওয়ে কৃর্তপক্ষ।

রেলওয়ের লোকজন চাঁদপুর টাইমসকে জানান, গত কয়েকদিন পূর্বে চাঁদপুর রেলওয়ের বড় স্টেশন এলাকায় রেল ওয়াশফিটের ১৬টি ফিশপ্লেট (এম এস প্লেট) চুরি হয়ে যায়।

আরও পড়ুন…  চাঁদপুরে অবৈধ ভাবে রেলওয়ের ৮ টি লাইন বিক্রি

চুরির বিষয়টি জানতে পেরে রোববার রাতে স্থানীয় এলকার কয়েকজন যুবক মনির ও মোহনকে আটক করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে। পরে রেলওয়ের লোকজন নতুন বাজারের লোহা ব্যবসায়ী মুকবুলের লোহার দোকান থেকে ১০টি ফিশপ্লেট উদ্ধার করে।

এদিকে দুজনকে আটকের পর চাঁদপুর রেলওয়ের বড় স্টেশন থেকে মোহন গাজী নামের এক আসামি পালিয়ে যায় বলে জানান রেলওয়ে কৃর্তপক্ষ।

এদিকে এক জন আসামি পালানোর বিষয়টিকে রহস্যজনক মনে করছেন মানবাধিকার কর্মী ও স্থানীয়রা। তাদের অভিযোগ বড় স্টেশন এলকার কয়েকজন যুবক রেলওয়ের ফিশপ্লেট চরি করা মনির এবং মোহনকে আটক করে রেলওয়ের লোকজনের কাছে সোর্পদ করেন। কিন্তু কোন এক অদৃশ্য কারণে কি ভাবে একজন আসামি হ্যান্ডকাপ পড়া থাকা সত্বেও পালিয়ে যায় সে বিষয়টি বোধগম্য নয়।

এবিষয়ে চাঁদপুর রেলওয়ের হাবিলদার খোরশেদ আলম চাঁদপুর টাইমসকে জানান, রেললাইনের ফিশপ্লেট চুরির ঘটনায় দুজন আটক হয়েছে ঠিকই। তবে আমাদের একজন নিরাপত্তা কর্মী উপস্থিত থাকায় তারা প্রস্রাব করতে গিয়ে মোহন নামের একজন আসামি হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়। আটককৃত মনিরের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশে সোপর্দ করেছি।

বাংলাদেশ রেলওয়ে লাকসামের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন উল্লাহ চাঁদপুর টাইমসকে জানান, রেলওয়ের মোট ১৬টি এম এস প্লেট চুরি হয়েছে। এরমধ্যে ১০ টি উদ্ধার হয়েছে। এবং ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক কৃতের বিরুদ্ধে মামলার এজহার দিয়ে তাকে রেলওয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বাকি ব্যবস্থা নেবে চাঁদপুর রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্ল্যাহ বাহার চাঁদপুর টাইমসকে জানান, রেলওয়ের এস এম প্লেট চুরির ঘটনায় ১ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে রেলওয়ের লোকজন। দুজনকে আসামি করে অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়ে আমরা মামলার এজহার দিয়ে আসামীকে আদালতে প্রেরণ করবো।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৯ সেপ্টেম্বর ২০২১