Home / ইসলাম / রমজানে জুমা ও তারাবির বিষয়ে প্রজ্ঞাপনে যা বলা হয়েছে
জুমা ও

রমজানে জুমা ও তারাবির বিষয়ে প্রজ্ঞাপনে যা বলা হয়েছে

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আগামী ১৪ এপ্রিল থেকে সারা দেশে সাত দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে। লকডাউনের পর দিন থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।

করোনার সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ যে প্রজ্ঞাপন জারি করেছে, তাতে ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

সেখানে জুমা ও তারাবি নামাজের বিষয়ে বলা হয়েছে— স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবি নামাজের জমায়েত বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

তবে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কখন এ নির্দেশনা জারি করবে তা উল্লেখ করা হয়নি।

এর আগে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশ কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ওই সময় আসন্ন রমজানে মসজিদগুলোতে ইফতার ও সেহরির আয়োজন করায় নিষেধাজ্ঞা দেয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এ ছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করার নির্দেশন দেওয়া হয়। তবে দ্বিতীয় দফার কঠোর লকডাউনে কী ধরনের নির্দেশনা দেবে তা এখনও জানায়নি ধর্ম মন্ত্রণালয়।

 

ঢাকা চীফ ব্যুরো, ১২ এপ্রিল,২০২১;