Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / রমজানকে স্বাগত জানিয়ে শাহরাস্তিতে ছাত্রশিবিরের র‌্যালি
রমজানকে স্বাগত জানিয়ে শাহরাস্তিতে ছাত্রশিবিরের র‌্যালি

রমজানকে স্বাগত জানিয়ে শাহরাস্তিতে ছাত্রশিবিরের র‌্যালি

আহলান সাহলান, মাহে রমাদান । পবিত্রা ও সংযমের মাস মাহে রমজানকে স্বাগত সোমবার (৬ জুন) সকাল ৯ টায় জানিয়ে শাহরাস্তিতে বর্ণাঢ্য র‌্যালী করেছে ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি উপজেলা শাখা।

জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহ জালালের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা থেকে শুরু করে খাদ্য গুদামের গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই ছাত্র শিবিরের পক্ষ থেকে জেলাবাসী , দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, সংযমের মাস। আজকে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রমজান যেই শিক্ষা নিয়ে এসেছে সেই শিক্ষাকে আমাদের গ্রহন করতে হবে। এই শিক্ষাকে গ্রহন এবং বাস্তবায়নের মাধ্যমেই কেবল সমগ্র বিশ্ব তথা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

রমজানের পবিত্রতা রক্ষার্থে সিনেমা হল এবং দিনের বেলা হোটেল রেস্তোঁরা বন্ধ রাখতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বর্ণাঢ্য র‌্যালিতে শাহরাস্তি উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহরাস্তি করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ পিএম, ৬ জুন ২০১৬, সোমবার
ডিএইচ