Home / চাঁদপুর / চাঁদপুর শহরের যানজট নিরসনের চেষ্টা করছি: পৌর মেয়র
যানজট

চাঁদপুর শহরের যানজট নিরসনের চেষ্টা করছি: পৌর মেয়র

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প ০৩ (ইউজিআইআইপি-০৩) আওতায় নগর পরিচালন উন্নতিকরণ কর্মসূচী (ইউজিআইএপি) বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৭ সেপ্টেম্বর সোমবার সকালে চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান জুয়েল। 

এসময় তিনি বলেন,চাঁদপুর শহরের যানজট নিরসনে আমাদের তত্ত্বাবধানে যেসব যানবাহন রয়েছে। আমরা সেগুলোকে নিয়ন্ত্রন করার চেষ্টা করছি। বিশেষ করে ইজি বাইক গুলো। পৌরসভার অধীনে যেসব যানবাহন রয়েছে, সেসব যানবাহনের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে করোনার কারণে আমরা এতটা হার্ড হতে পারিনি। আমরা তাদেরকে একমাস সময় দিয়েছি এরপর আমরা এ বিষয়ে কঠিন পদক্ষোপ নিবো।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজউদ্দিন হালদারের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌরভার সচিব আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর আত্মনিবেদিত মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডাক্তার মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, ইউএনডিপির টাউন ম্যানেজার আব্দুল হান্নান, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, মোঃ আলমগীর গাজী, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, আয়শা রহমান, গণপুর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলী হোসেন মজুমদার,মেঘনা সিডিসি ক্লাস্টারের  সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার,ডাকাতিয়া ক্লাস্টারের কেশিয়ার শিল্পী ঘোষ, ক্লাস্টার প্রতিনিধি মনিরা আক্তার প্রমুখ।

এসময় পৌরসভার প্যানেল মেয়র সহ বিভিন্ন ওয়ার্ডের সকল কাউন্সিলর ও নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদকঃ কবির হোসেন মিজি, ২৭ সেপ্টেম্বর ২০২১