Home / জাতীয় / মোবাইল কোম্পানি থেকে ৮৫৫ কোটি টাকা রাজস্ব আদায়
Mobile Sim...
ফাইল ছবি চাঁদপুর টাইমস

মোবাইল কোম্পানি থেকে ৮৫৫ কোটি টাকা রাজস্ব আদায়

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, ২০১৬-১৭ অর্থবছরে মোবাইল ফোন কোম্পানিগুলোতে থেকে ৮৫৫ কোটি ১ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

মঙ্গলবার (২০ জুন ) সংসদে সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরে গ্রামীণ ফোন বাংলাদেশ লিমিটেড থেকে ৪৩০ কোটি ৯৯ লাখ টাকা,রবি আজিয়াটা লিমিটেড থেকে ২২১ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

এছাড়া বাংলা লিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড থেকে ১৬১ কোটি ৭০ লাখ টাকা, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড থেকে ১৪ কোটি ৮৬ লাখ টাকা, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড থেকে ১১ কোটি ৪ লাখ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে ১৫ কোটি ৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘ ২০০৯-১০ অর্থবছরে এই ৬টি মোবাইল কোম্পানী থেকে ৮২০ কোটি ৩৬ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ১ হাজার ১৫ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।’

প্রসঙ্গত, ২০১১-১২ অর্থবছরে ৪ হাজার ২৩৫ কোটি ১০ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৩ হাজার ৫৩৭ কোটি ৬২ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৪৬৫ কোটি ৪২ লাখ টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ১৩৭ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে তিনি বলেন। ( ইত্তেফাক )

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৫ :১৫ পিএম,২০ জুন ২০১৭,মঙ্গলবার
এজি

Leave a Reply