Home / চাঁদপুর / মনোনয়ন না পেলেও আমৃত্যু চাঁদপুরবাসীর পাশে থাকবো : মেয়র নাছির
মেয়র নাছির
চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ (ফাইল ছবি)

মনোনয়ন না পেলেও আমৃত্যু চাঁদপুরবাসীর পাশে থাকবো : মেয়র নাছির

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ বলেছেন, চাঁদপুর পৌরসভা নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দেয়া হোক বা না হোক আমৃত্যু চাঁদপুরবাসীর পাশে আছি।

মেয়র নাছির বলেন, ডুবন্ত তরী হিসেবে ১৪ বছর পূর্বে এ পৌরসভার দায়িত্ব নিয়ে পৌরবাসীকে আমার সাধ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ দায়িত্বকালীন সময়ে কোন ধরনের গাফিলতি করি নাই বা অবহেলা করি নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের মহাসড়কে দেশকে তুলেছেন, সেই যাএায় আমি ও একজন যাত্রী।

মেয়র আ ১৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ৯ টায় পৌর পাঠাগারের দ্বিতীয় তলায় মিলনায়তনে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বষ কে সামনে রেখে নব উদ্যমে ও নব উদ্যোগে দেশর মধ্যে চাঁদপুর কে একটি সুন্দর শহর এবং শান্তির ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার কাজ চলছে। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে এই চাঁদপুর হবে একটি সন্ত্রাস-মাদকমুক্ত এবং পরিচ্ছন্ন ক্লিন গ্রীন শহর। তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পূর্বেই বলেছি আপনাদের প্রতিনিধি হিসেবে আমি স্বচ্ছতা ও জবাবদিহিতা মধ্য দিয়ে কাজ করবো। সে কথা রেখেছি, নগর সমন্বয় কমিটির মাধ্যমে প্রতি মাসে পৌর পরিষদ আপনাদের কাছে সমস্যা কথা শুনে এবং তা সমাধানের চেষ্টা করে। পাশাপাশি আমাদের কার্যক্রমের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রদান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, পৌরবাসীর প্রধান সমস্যা ছিল পানি। আমি শতভাগ চেষ্টা করেছি এবং পানির সমস্যা সমাধানে সফল হয়েছি। সর্বোপরি পৌর সভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ আগামী পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে তার দলের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে পুনরায় পৌরবাসী সেবা করার সুযোগ চান এবং পৌরবাসীর দোয়া ও সহযোগিতা চান।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার এর উপস্থাপনায় উত্তর সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান এরপর একে একে নগর সমন্বয় কমিটির সদস্য বৃন্দ বক্তব্য রাখেন।

সভায় নগর সমন্বয় কমিটির সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠ প্রধান সম্পাদক জনাব কাজী শাহাদাত চাঁদপুর পৌরসভার উদ্যোগে শহরের কয়েকটি সড়কের সংস্কার কাজের নামে পৌর বাসীর চলাচলের ভোগান্তি এবং পৌর সভা কতৃক সরবরাহ কৃত পানিতে লোনা পড়ার বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।

এরপরেই চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা বলেন, ইউএনডিপি নামক একটি আর্থিক সংস্থা পৌরসভার সড়কগুলো সংস্কার খাতে অর্থ প্রদান করবে এবং তাদের মতামতের ভিত্তিতে পৌরসভার সড়কগুলো সংস্কার কাজ করা জন্য নির্দেশনা দিলে তারা সে মতে কাজ শুরু করেন কিন্তু উল্লেখিত সংস্থাটি পরবর্তীতে অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। তাই সামান্য অল্প কয়েক দিনে পৌরবাসীর চলাচলে বিঘ্ন ঘটায় তিনি দুঃখ প্রকাশ করেন।

পৌরসভা কর্তৃক সরবরাহকৃত পানির পানিতে লোনার বিষয়ে দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী শাহাবুদ্দি সাহেব বলেন,এ বিষয়টি আমাদের জানা নাই। আরেক টি ট্যাংক (রিজার্ভ) ব্যবহার করছে তাই এ সমস্যার সৃষ্টি হচ্ছে।

ইউজিসি সদস্য সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন পৌরসভা কর্তৃক চাঁদপুর শহরের বিভিন্ন সড়কের পাশে নির্মিত ফুটপাত এখন দোকানদার দখল সংক্রান্ত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি শহরের ওয়ারল্যাস মোড়ে যে মুরাল তৈরি হচ্ছে এটি নাম কি এবং কত লক্ষ টাকা ব্যয়ে কোন সংস্হার অর্থায়নে নির্মিত হচ্ছে এই বিষয়ে পৌর পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন।

স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চাঁদপুর পৌরসভার নির্বাচনে পুনরায় মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। এবং পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের জন্য সকলের নিকট দোয়া চান।

উক্ত নগর সমন্বয় কমিটির সভায় এ ছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার পৌর কর্মচারী কর্মকর্তা কর্মচারী সংসদের সভাপতি আব্দুর রশিদ সরদার চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি ও ব্যবসায়ী, নগর সমন্বয় কমিটির সদস্য তমাল কুমার ঘোষ। পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ ও আয়েশা রহমান।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ১৬ ফেব্রুয়ারি ২০২০