Home / চাঁদপুর / মেঘনার ভাঙ্গন রক্ষায় চাঁদপুর হরিণা ফেরিঘাটে মানববন্ধন
মেঘনার ভাঙ্গন রক্ষায় চাঁদপুর হরিণা ফেরিঘাটে মানববন্ধন

মেঘনার ভাঙ্গন রক্ষায় চাঁদপুর হরিণা ফেরিঘাটে মানববন্ধন

মেঘনার ভাঙ্গন রক্ষায় মাননীয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক চাঁদপুর এর প্রতি মানবিক আবেদন জানিয়ে চাঁদপুর হরিণা ফেরিঘাটে শনিবার (১৭ জুলাই) স্থানীয়রা মানববন্ধন করেছে।

দু’দিনের সফরে চাঁদপুরে থাকা চট্রগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন
বিকেল ৪ টায় চাঁদপুর-হাইমচর নদী রক্ষাবাঁধ পরিদর্শনে আসবেন এমনটি শুনে স্থানীয় চেয়ারম্যান আ. ছাত্তার রাঢ়ী ও ডা. শেখ মহসীন, হারুন মেম্বার, আবুল খায়ের মেম্বারসহ ঘাটের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসি মানববন্ধনে উপস্থিত হন।

পরে বিকেল ৫টায় মাননীয় বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন, জেলা প্রশাসক- আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হাই, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার- মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার- উদয়ন দেওয়ানসহ সরকারি কর্মকর্তগণ সেখানে উপস্থিত হন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘ভাঙ্গন রোধে অতি শীঘ্রই বেশ কিছু বালু ভর্তি ব্যাগ ও ২ কিলোমিটার স্থায়ী বাঁধের যথাযথ ব্যাবস্থা নেয়া হচ্ছে।’

স্থানীয় ক্ষতিগ্রস্তরা জানায়, চাঁদপুর-শরীয়তপুর ফেরি ঘাটটি বারবার ভাঙ্গনের কবলে পড়েছে। এ এলাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান-বাজার নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

ফেরী ঘাটটি ঘিরে যে সকল সরকারি স্থাপনা কোটি কোটি টাকা ব্যয়ে র্নিমিত হয়েছে তা এখন হুমকির মুখে। দ্রুততার সাথে এ ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা না নিলে বিআরটিএর মাঠ, স্থাপনা, ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, ওজন স্কেল, মসজিদ, মাদ্রাসাসহ জনগুরুত্বপূর্ণ অনেক স্থাপনাই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:২০ পিএম, ১৬ জুলাই ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply