Home / চাঁদপুর / মা ইলিশ রক্ষায় সফলতা : চাঁদপুর জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধন্যবাদ
চাঁদপুর জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধন্যবাদ

মা ইলিশ রক্ষায় সফলতা : চাঁদপুর জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধন্যবাদ

মা ইলিশ রক্ষা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাঁদপুর জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠিটি সোস্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়।

২০ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে ইলিশ মাছ, একদিকে যেমন মৎস্যখাতের গুরুত্বপূর্ণ অংশ অন্যদিকে জাতীয় ঐতিহ্যের প্রতীক। তাই ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার যথোপযুক্ত কার্যক্রম গ্রহণ করেছে।’

চিঠিতে চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের প্রশংসা করে বলা হয়, ‘জেলা প্রশাসক হিসেবে মো. আব্দুস সবুর মন্ডল মা ইলিশ রক্ষা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সম্মিলিত প্রয়াসে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।’

মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের আন্তরিক প্রয়াস ও কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সুযোগ্য নেতৃত্বে উন্নয়ন কার্যক্রমের সকল ক্ষেত্রে জেলা প্রশাসন চাঁদপুরে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।’

এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ মৌসুমে মা ইলিশ রক্ষায় পুরো চাঁদপুরবাসী ছিল সোচ্চার । সাধারণ জনগণ, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জপ্রতিনিধি, জেলে সম্প্রদায়, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সবার ভূমিকা ছিল অসাধারণ। আর এ কারণে এ বারের মা ইলিশ রক্ষার কর্মসূচি সফল হয়েছিলো। বিষয়টি সরকারের নজরে আসে। সে জন্য সরকার জেলা প্রশাসন, চাঁদপুরের মাধ্যমে পুরো চাঁদপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।’

এদিকে চিঠিটি পেয়ে চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল এক মন্তব্যে জানিয়েছেন, ‘এ ধন্যবাদ ডিসির একার নয়, সংশ্লিষ্ট সকলের। ধন্যবাদ, যারা মা ইলিশ রক্ষায় কাজ করেছেন তাদের সকলের।’

তিনি মা ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে অফিসিয়াল পত্রের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়ার নির্দেশনা দিয়েছেন।

অপরদিকে চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের ইলিশ গবেষক ড. আনিসুর রহমান ইলিশ উৎপাদন সম্পর্কে চাঁদপুর টাইমসকে জানান, ‘এবারের ইলিশ উৎপাদন সাড়ে ৪ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। গতবছর উৎপাদন হয়েছে ৩ লাখ ৮৭ হাজার মেট্রিক টন।’

তিনি আরো জানান, ‘গত ২০ বছরের মধ্যে এ বছরে জেলেরা সবচেয়ে বেশি ইলিশ আহরণ করেছে। মা ইলিশ ও জাটকা রক্ষা করতে পারলে এর উৎপাদন আরো বৃদ্ধি পাবে।’
: আপডেট, বাংলাদেশ সময় ৪:৪০ পিএম, ২২ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

চাঁদপুর জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধন্যবাদ

About The Author

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন

Leave a Reply