Home / চাঁদপুর / চাঁদপুর টাইমস সম্পাদকের মাদার তেরেসাঁ স্মৃতি পদক লাভ
চাঁদপুর টাইমস সম্পাদকের মাদার তেরেসাঁ স্মৃতি পদক লাভ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুনসহ অতিথিবৃন্দের কাছ থেকে পদক গ্রহণ করছেন কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

চাঁদপুর টাইমস সম্পাদকের মাদার তেরেসাঁ স্মৃতি পদক লাভ

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসাঁ স্মৃতি পদক পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন মান্না ভবনের ফজলুল হক স্মৃতি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পদক দেয়া হয়।

প্রতিবছরের ন্যায় এবারো বিশ্ববঙ্গ সোসাইটি (বিবিএস) এর উদোগে উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, আইন শাসনের প্রতিষ্ঠাতা, মানবধিকার আন্দোলনের রূপকার সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১০৬তম জন্ম বার্ষিকীতে তাঁর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা দেয়া হয়।

বিশ্ববঙ্গ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে এস এম আনোয়ার হোসেন অপুর পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন।

স্মৃতিচারণ করেন মরহুম সৈয়দ মাহবুব মোর্শেদের সুযোগ্য সন্তান সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

উপস্থিত ছিলেন অভিনেতা প্রবীর মিত্র, মুক্তিযোদ্ধা কে এস এন এম জহুরুল ইসলাম খান।

এছাড়াও আইনজীবী, সমাজসেবক, মানবাধিকার কর্মী, নাট্যকর্মী ও সমাজের গন্যমান্যরা এতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক। এর বাইরেও তিনি মিডিয়াবান্ধব ও সংগঠক হিসেবে পরিচিত।

স্টাফ করেসপন্ডেন্ট
।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ৪০ এএম, ১৫ জানুয়ারি ২০১৭ শনিবার
ডিএইচ

Leave a Reply