Home / উপজেলা সংবাদ / কচুয়া / মহানবীকে অবমাননায় কচুয়ায় প্রতিবাদ মিছিলে হামলা: আটক ১
ফ্রান্সে মহানবীর, ফ্রান্সে মহানবীর

মহানবীকে অবমাননায় কচুয়ায় প্রতিবাদ মিছিলে হামলা: আটক ১

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কচুয়ায় প্রতিবাদ বিক্ষোভ মিছিলের উপর অতর্কিত হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান-মাঝিগাছা সড়কের মাঝিগাছা ঈদগাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় শিলাস্থান গ্রামের যুবক কাজী আবুল কালাম রানা বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১২,তাং১১.১১.২০২০খ্রি.।

একইদিনে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) আবু হানিফ মিয়া ঘটনাস্থল গিয়ে মামলার প্রধান আসামী মাঝিগাছা গ্রামের অধিবাসী হেলাল উদ্দিনকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান শিলাস্থান, নিন্দপুর, টেলি, পেয়ারীখোলা গ্রামের মুসল্লীদের আয়োজনে হযরত মোহাম্মদ (স)’র ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ মিছিলটি শিলাস্থন থেকে মাঝিগাছা যাওয়ার সময় পিছনে থাকা সিএনজিকে সাইড দিতে বিলম্ব হওয়ায় সিএনজি’র যাত্রীরা মিছিলে অংশগ্রহনকারীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মিছিলটি মাঝিগাছা ঈদগাহ’র নিকট আসলে সিএনজির যাত্রীরা মাঝিগাছা গ্রামের ১০/১৫জন উশৃঙ্খল যুবককে সাথে নিয়ে মিছিলকারীদের লাঠি সোটা দিয়ে এলোপাথারী মারধর করে।

এসময় সিএনজির মহিলা যাত্রীসহ মিছিলে অংশগ্রহনকারী ১৫জন আহত হয়।

এতে মিছিলে অংশগ্রহনকারী শিলাস্থন গ্রামের ইমান হোসেন, রবিউল্লাহ, জহির হোসেন, কাজী মামুন, জাকির হোসেন,হাফেজ হানিফ,আবুল কাশেম,নিন্দপুর জামে মসজিদের খতিব হাফেজ আ.মোতালেব,বোরহান মুন্সি, পিয়ারা খোলা গ্রামের হুমায়ন কবির আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রার জানান,মতলব আইসিডিডিআরবি থেকে রোগি নিয়ে মাঝিগাছা বাড়িতে ফিরবার সময়ে মিছিলের সম্মুখে পড়লে মিছিল কারীরা সাইড না দিয়ে তর্কেবির্তকে জড়িয়ে পরে।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান,হামলার বিষয়ে জানতে পেরে কচুয়া থানার ওসিকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা অবনতি যেন না ঘটে সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান,বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১১ নভেম্বর ২০২০