Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে এ প্লাস ২ শ ৩০ : শীর্ষে মতলবগঞ্জ পাইলট বালিক উবি
Motlobganj jb pilot scholll

মতলব দক্ষিণে এ প্লাস ২ শ ৩০ : শীর্ষে মতলবগঞ্জ পাইলট বালিক উবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৮ম শ্রেণির ২০১৭সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪হাজার ২শত ৩৯জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩হাজার ৬শত ৪১জন।

উপজেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে।

জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৩.৬৪% এবং জেডিসি পরীক্ষায় গড় পাসের হার ৯৬.৫০%। জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২শত জন এবং জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩০জন।

উপজেলায় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩শত ৭জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২শত ৯১জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২জন, গড় পাসের হার ৯৪.৭৯%।

মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২শত ৬৯জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২শত ৪২জন, জিপিএ-৫ পেয়েছে ৩১জন, গড় পাসের হার ৮৯.৯৬%।

আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় থেকে ১৩৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১শত ৩১জন, জিপিএ-৫ পেয়েছে ৩০জন, গড় পাসের হার ৯৮.৫০%।

নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় থেকে ২শত৩৬জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১শত ৯৯জন, জিপিএ-৫ পেয়েছে ১২জন, গড় পাসের হার ৮৪.৩২%।

অপরদিকে জেডিসিতে কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসায় ৪০জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭জন, গড় পাসের হার ৯৭.৫০%।

ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসায় ১শত ৩জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১শত ৩জন, তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭জন, গড় পাসের হার শতভাগ।

মতলব দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ৭৫জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭০জন, তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫জন, গড় পাসের হার ৯৩.৩৩%।

উপজেলার ১৬টি মাদ্রাসার মধ্যে ৭টি মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে ৩০জন। শতভাগ পাশ করেছে ৪টি মাদ্রাসা।

মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার
ডিএইচ