Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে করোনা যোদ্ধাদের সন্মাননা দিলেন প্রশাসন   
করোনা

মতলব দক্ষিণে করোনা যোদ্ধাদের সন্মাননা দিলেন প্রশাসন   

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় করোনা মহামারির  সময় জীবনের ঝুকি নিয়ে মানুষকে সুরক্ষা রাখতে মানবিক কাজে বিশেষ ভূমিকা রাখায় ও জনসেবা মুলক বিভিন্ন কাজ করায় ৬৫ জন করোনা যোদ্ধাকে সন্মাননা প্রধান করা হয়।

৫ সেপ্টেম্বর সোমবার মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে করোনা যোদ্ধাদের ক্রেস্ট প্রদান করে এ সংবর্ধনা দেয়া হয়।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে মোঃ রিয়াজ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, তথ্য কর্মকর্তা মোসাম্মৎ তাসলিমা খাতুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আশরাফুল জাহান শাওলিন, মোঃ তানভীর আহমেদ, মোঃ হাবিব, মোঃ ফয়সাল মিয়া, মোঃ সিফাত উল্লাহ মজুমদার, মাওলানা আনসার আহমেদ প্রমুখ।

এ সময় ফাহমিদা হক বলেন, করোনাকালে সামনের সারিতে থেকে এসব স্বেচ্ছাসেবী নিরলসভাবে বিভিন্ন জনসেবামুলক কাজ করেছেন। তাঁদেরকে সম্মানিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলার সকল স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ সেপ্টেম্বর ২০২২