Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে একমাত্র জিপিএ-৫ পেলো রুমা

মতলব দক্ষিণে একমাত্র জিপিএ-৫ পেলো রুমা

মতলব দক্ষিণ উপজেলায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ পেয়ে উপজেলাবাসীর মুখরক্ষা করলেন শিক্ষার্থী মুন্নী আক্তার রুমা।

সে উপজেলা সদরের মতলব ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে। তাঁর রোল নম্বর ৫৬২৮৭৭। রুমা উপজেলার পূর্ব কলাদী এলাকার মিজানুর রহমান ও নিলুফার বেগমের মেয়ে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি কলেজ ও সাতটি মাদ্রাসা থেকে এবার ১ হাজার ৩২৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান (আলিম) পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয় ৭৯১ জন। আর জিপিএ-৫ অর্জন করে একমাত্র শিক্ষার্থী মুন্নী আক্তার রুমা।

উপজেলায় পাশের হার ৫৫ শতাংশ। কলেজের চেয়ে মাদ্রাসায় পাসের হার বেশি হলেও একটিতেও জিপিএ-৫ নেই । কলেজ পর্যায়ে সবচেয়ে বেশি উত্তীর্ণ হয় মতলব ডিগ্রি কলেজ থেকে। ওই কলেজে পরীক্ষার্থীদের পাসের হার ৬৮ ভাগ।

মতলব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, কলেজ গভঃ বডির পরামর্শ এবং অভিভাবকদের আন্তরিকতার কারনে বিগত বছরের ন্যায় এবারো সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক

Leave a Reply