Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে অ্যাক্রোবেটিক প্রদর্শনী
অ্যাক্রোবেটিক প্রদর্শনী
ফাইল ছবি

মতলব দক্ষিণে অ্যাক্রোবেটিক প্রদর্শনী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় মতলব নিউ হোস্টেল মাঠে অ্যাক্রোবেটিক প্রদর্শনী হয়।

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আবদুল্লাহ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শওকত আলী বাদল,

মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.কে.এম মাহাবুবুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য মাকসুদুল হক বাবলু, দেওয়ান রেজাউল করিম, মোঃ ফারুক বিন জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন,মতলব প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সারওয়ার সেলিম, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য প্রভাষক দুলাল পোদ্দার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমির সদস্য শ্যামল চন্দ্র দাস, ক্রাইম রিপোটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোটা. মাহ্ফুজ মল্লিক প্রমুখ ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের শিল্পী ও কলাকৌশলীরা এ প্রদর্শনী মতলববাসীকে উপহার দেন।

এ সময় হাজার হাজার দর্শনার্থী এ প্রদর্শনী উপভোগ করেন।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট ।। আপডটে,বাংলাদশে সময় ৪ : ০৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply