Home / উপজেলা সংবাদ / মতলব উত্তরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন
মতলব উত্তরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

মতলব উত্তরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

মোঃ কামাল হোসেন খান, মতলব: আপডেট: ০১:১৭ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

মতলব উত্তর উপজেলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম মিলনায়তনে এ মেলার উদ্ধোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, “তরুণ প্রজন্ম ইন্টারনেট সেবা কাজে লাগিয়ে দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। আওয়ামী লীগ দেশে ইন্টারনেট বিপ্লব সৃস্টি করেছে। ইন্টারনেট আজকে গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের অনেক দূর এগিয়ে নিয়ে গছে। তারা এখন ঘরে বসে বিশ্বেও সব কিছু জানতে পারছে। যা আগে ছিলো খল্পনা। এ সম্ভব হয়েছে বর্তমান আ’লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার উপদেষ্টা প্রধান্ত্রীর সুযোগ্য উত্তোরসরী সজীব ওয়াজেদ জয় এর অসমান্য অবদানের কারণে।”

উপজেলা স্কাউটস সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম,কলাকান্দা ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সাংবাদিক শামসুজ্জামান ডলার, এলজিইডি প্রকৌশলী এনামুল হক, বিভিন্ন বিদ্যালয়-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

মেলায় জনসেবামূলক ডিজিটাল কার্যক্রম, ই-টেন্ডারিং, স্বাস্থ্যসেবা, ইন্টারনেট সেবা, আউটসোর্সিং, এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সমূহের প্রদত্ত সেবাসমুহ প্রদর্শন করা হয়। এতে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২২টি স্টল অংশ নিয়েছে।

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।