মতলব উত্তর

মতলব উত্তরে জাতীয় ইঁদুর নিধন কর্মসূচির উদ্বোধন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে মতলব উত্তরে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৬ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কৃষকদের সচেতনমুলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজুমদার। এসময় আ.লীগ নেতা আলমগীর হোসেন সরকার, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা এসএম সৈয়দ, সহকারি কৃষি অফিসার মো. মোশারফ হোসেন চৌধুরী, মেজবাহ উদ্দিন, আব্দুর রব’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি ও কৃষকরা।

সভায় ইঁদুর নিধনের সকল নিয়ম-কানুন ও পদ্ধতি তুলে ধরেন কৃষি কর্মকর্তা। সর্বোচ্চ ইঁদুর নিধনকারী কৃষককে বিভিন্ন পর্যায়ে পুরস্কৃত করার ঘোষনাও দেন তিনি।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ এএম, ০৯ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

Share