Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে গৃহবধূর মরদেহ উদ্ধার
গৃহবধূর
প্রতীকী ছবি

মতলব উত্তরে গৃহবধূর মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তরে পাওয়া গেল নোয়াখালীর এক গৃহবধূর লাশ।

মঙ্গলবার( ৪ জুলাই) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের কালীর বাজার-বাগান বাড়ি রাস্তার নয়াকান্দি গ্রামের পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গৃহবধূর

তার নাম পলি আক্তার (২৮)। তার বাড়ি নোয়াখালী সদর উপজেলায় নোয়ান্নাই ইউনিয়নের জাগিদার বাড়ি গ্রামে।

সে তাজুল ইসলাম ও ফাতেমা বেগমের মেয়ে। তার স্বামীর নাম মেঃ রোবেল মিয়া।

মঙ্গলবার ৪ জুলাই সকালে উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের কালীর বাজার-বাগান বাড়ি রাস্তার নয়াকান্দি গ্রামের পাশে লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেঃ মহিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও ডিবি পুলিশের একটি দল এসে লাশের পরিচয় সনাক্ত করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসি। ডিবি পুলিশের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করি। ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আঘাতের কোন চিহ্ন নেই, তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর থেকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল,০৪ জুলাই ২০২৩