Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে করাত কল আইনে ৩ জনের অর্থদণ্ড
Jorimana
প্রতীকী ছবি

মতলব উত্তরে করাত কল আইনে ৩ জনের অর্থদণ্ড

চাঁদপুরের মতলব উত্তরে করাত কল আইনে ৩ স’মিল ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও শারমিন আক্তার।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার গজরা বাজারের স’মিল ব্যবসায়ী আলী টিম্বার এন্ড স’মিলের মালিক মো. আলী হোসেনকে ২ হাজার, একই বাজারের স’মিল ব্যবসায়ী ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক আলী আহম্মদ মাস্টারকে ২ হাজার এবং গত ১ অক্টোবর বিকালে উপজেলার আমিরাবাদ বাজারের গাজী টিম্বার এন্ড স’মিলের মালিক ইমরান গাজীকে ৫ হাজার টাকাসহ মোট ৩ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও শারমিন আক্তার বলেন, যথাযথ লাইসেন্স না থাকায় তাদের কড়াত কল আইনে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। যেসব স’মিল মালিকরা যথাযথ লাইসেন্স না করবে তাদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ ৯:৫৩ পিএম, ০১ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ

Leave a Reply