Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ৫ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি
Motlob Dokkhin
প্রতীকী

মতলবে ৫ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি

মতলব দক্ষিণ এবারের এসএসসি পরীক্ষায় শনিবার (৩ জানুয়ারি) বাংলা ২য় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র বিতরণে অনিয়মের অভিযোগে ৫ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। উপজেলা সদরের মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষে শনিবার সকালে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া কক্ষ পরিদর্শকরা হলেন ওই কেন্দ্রের ১ নম্বর কক্ষের বিল্লাল হোসেন, খোরশেদ আলম ও জহিরুল ইসলাম , ২ নম্বর কক্ষের খোকন চন্দ্র দাস ও মিজানুর রহমান।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি আইরিন আক্তার বলেন,‘পরীক্ষাকেন্দ্রের ১ ও ২ নম্বর কক্ষে নিয়ম বহির্ভূতভাবে নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের একই সেট পরীক্ষার্থীকে বিতরণ করা হয়। এ অনিয়মের অভিযোগে ওই দু কক্ষের ৫ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। আগামী পরীক্ষায়ও তাঁরা কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না।’

কেন্দ্র সচিব ও মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বোরহানউদ্দিন খান বলেন,‘এসব শিক্ষকদের বিরুদ্ধে থানায় মামলা করার জন্য প্রশাসন থেকে নির্দেশ দেয়া হয়েছে। ’

এ ব্যাপারে কক্ষ পরিদর্শক খোকন চন্দ্র দাস বলেন, ‘নিয়মতান্ত্রিক ভাবেই পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষার্থী নিজেরাই নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র অদল বদল করে মিলিয়ে নিয়েছে। বিষয়টি খেয়াল করতে পারেন নি।’

থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহিম খলিল বলেন, ‘এ ব্যাপারে মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিব ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বোরহানউদ্দিন খান একটি লিখিত অভিযোগ দিয়েছে। এখনও মামলা হয়নি।’

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ সময় ৯ : ০০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার
এইউ