Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে সড়ক দুর্ঘটনায় ৮ পরীক্ষার্থী আহত
মতলবে সড়ক দুর্ঘটনায় ৮ পরীক্ষার্থী আহত

মতলবে সড়ক দুর্ঘটনায় ৮ পরীক্ষার্থী আহত

চাঁদপুরের মতলব দক্ষিণে সডক দুর্ঘটনায় ৮ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। তন্মোধ্য সাব্বির হোসেনকে (১৭) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর ৭ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে নয়টায় মতলব-নারায়ণপুর সড়কের ঢাকির গাঁও এলাকায় বাইপাস সডকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাব্বিরসহ ৭ পরীক্ষার্থী দিঘলদী তাফালিং বাজার থেকে ব্যাটারী চালিত অটোবাইকে মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার উদ্দেশ্যে রওয়ানা হয়। ঢাকির গাঁও গ্রামের বাইপাস সড়কে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীসহ সিএনজি চালিত অটবাইক (চাঁদপুর-ঘ-১১-৬১৫৮) ধাক্কা দিলে অটোবাইকের সামনে বসা সাব্বির ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়।

এ ছাড়া অটোবাইকে থাকা পরীক্ষার্থী খাদিজা, ইভা, সামিয়া, নিপা ,জ্যোৎনা, রাবেয়াসহ ৭ জন কমবেশি আহত হয়। তারা প্রত্যেকেই মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ কে এম মাহাবুবুর রহমান বলেন, সাব্বিরের মাথায় আঘাতে প্রচুর রক্তক্ষরণ ও একাধিকবার বমি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ সময় ৮ :৪৫ পিএম, ১ ফেব্রুারি ২০১৮, বৃহস্পতিবার
এইউ