Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে মাস্ক না পড়ায় ছয় জনকে অর্থদণ্ড
হাত ধোয়া মাস্ক পরা

মতলবে মাস্ক না পড়ায় ছয় জনকে অর্থদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার এলাকায় মাস্ক ছাড়া বের হওয়ায় দায়ে ছয়জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিস্তার রোধে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

৫ জুন শুক্রবার দুপুরে মাস্ক না পড়ার কারণে ছয় জনকে ২হাজার ৬শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) নুশরাত শারমিন।

জানা যায়, ওই দিন নারায়ণপুর বাজার ও আশপাশের এলাকায় স্বাস্থ্যবিধি কার্যকর বিষয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় পথচারী,ক্রেতা- বিক্রেতা ও যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক না পড়ায় জরিমানা করা হয়। এছাড়া অভিযানের খবর টের পেয়ে অনেকে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে পালিয়ে যায়।

অভিযানে স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম,সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিচারক সহকারি কমিশনার ( ভূমি) নুশরাত শারমিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলকে যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি মানা জরুরী। মাস্ক না পড়াশ ছয় জনকে জরিমানা করা হয়েছে।

প্রিতিবেদক:মাহফুজ মল্লিক,৫ জুন ২০২০