Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে বজ্রপাতে ৩ জেলে নিহত : আহত ৫

মতলবে বজ্রপাতে ৩ জেলে নিহত : আহত ৫

শুক্রবার, ১২ জুন ২০১৫ ১১:৩৮ পূর্বাহ্ন

কামাল হোসেন খান, মতলব (চাঁদপুর) :

চাঁদপুরের মতলবের মেঘনা ধনাগোদা নদীতে নৌকায় নিয়ে মাছ ধরতে গিয়ে আমিরাবাদ এলাকায় বজ্রপাতে ৩ জেলের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের মনোরঞ্জন চন্দ্র দাসের ছেলে যাদব চন্দ্র দাস (৫৫), নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চাড়টভাঙ্গা গ্রামের মৃত শুবল দাসের ছেলে সবুজ দাস (২২) ও সিলেটের যতীন্দ্র দাস (৪৫), মেহরনে তার শ্বশুরবাড়ি।

এছাড়া নৌকার মালিক ও মাঝি মেহরনের নারায়ন দাসের ছেলে মানিক দাসসহ ওই নৌকায় থাকা আরো ৪ জন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (১১জুন) দুপুর সাড়ে ১২ টায় এ বজ্র্রপাতের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় উল্লেখিত জেলেরা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মেঘনা ধনাগোদা নদীর আমিরাবাদ এলাকায় মাছ ধরতে গেলে হঠাৎ নৌকায় বজ্র্রপাতের আঘাতে ঘটনাস্থলেই ৩ জেলের মৃত্যু হয় এবং আহত হয় ৫ জেলে। ঘটনার পরপরই আশপাশের জেলেসহ অনান্য লোকজন এসে তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না