Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ ১৩ জনের করোনা পজেটিভ
১৫ জনের করোনা

মতলবে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ ১৩ জনের করোনা পজেটিভ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) নতুন করে ১৩ জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন।

২৭ জুন শনিবার দুপুরে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। নতুন সংক্রমিত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
রাজীব কিশোর বণিক বলেন, আজ স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (৫৬), উপজেলা অওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা (৬২), ওষুধ কোম্পানির স্থানীয় এক বিক্রয় প্রতিনিধি (৪০), স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য পরিদর্শকসহ (৪২) নতুন করে মোট ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত রোববার তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

তিনি জানান, সংক্রমিত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) রাখা হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন করে সেখানে লাল পতাকা টাঙানো হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজীব কিশোর বণিক আরও জানান, উপজেলায় মোট ৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২০৬টি।

করেসপন্ডেট,২৮ জুন ২০২০