Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী ও শ্বাশুড়ি পলাতক
Lash 2
প্রতীকী ছবি

মতলবের গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী ও শ্বাশুড়ি পলাতক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উদ্দমদী গ্রামে গৃহবধু জান্নাতি আক্তারের (২২) মৃত্যু নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জণের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, এটি ‘হত্যাকান্ড’।

শনিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ৭ টায় উদ্দমদী গ্রামের অটোরিক্সা চালক আল আমিনের স্ত্রী জান্নাতী আক্তারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় প্রতিবেশীরা।

হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক স্বজনদের জানান।

এলাকার কিছু সংখ্যক ব্যক্তি জান্নাতী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানালেও তার গলায় এ ধরনের কোনো চিহ্ন পয়নি পুলিশ।

বাড়ির ও আশপাশের একাধিক ব্যক্তি জানান, ওই দিন বিকেলে জান্নাতি আক্তরকে পার্শ্ববর্তী এলাকা বাপের বাড়ী মুনছুবদী থেকে নেওয়ার পথে তাকে মারধর করে স্বামী আল আমিন। বাড়ীতে নেওয়ার পরও তাদের ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাধ সৃষ্টি হয়। ঝগড়ার কিছুক্ষণ পর বাড়িতে ডাক-চিৎকার শোনা যায় আল আমিনের স্ত্রী গলায় ফাঁসি দিয়েছে। বাড়ির লোকজন তাদের ঘরে গিয়ে দেখতে পায় জান্নাতী আক্তার মাটিতে পড়ে আছে। সাথে সাথে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোশারফ হোসেন তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর থেকেই গৃহবধুর স্বামী ও তার শ্বাশুড়ী পলাতক রয়েছে।

এ দিকে ঘটনার পর পর রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে তিনি জানান, ‘ঘটনাটি হত্যা না আত্মহত্যা এখন বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত রিপোর্ট আসলে বলা যাবে।’

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১:২০ এএম, ০৩ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply