Home / চাঁদপুর / চাঁদপুরে ২১৯ মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে : সারাদেশে ৩২,১৬৮টি
puja

চাঁদপুরে ২১৯ মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে : সারাদেশে ৩২,১৬৮টি

করোনা মহামারির কারণে গত দু’বছর স্বাত্ত্বিক পূর্জা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ ছিল দুর্গাপূজা। তবে এবার সেই সীমাবদ্ধতা কেটেছে। এবার সম্প্রতির বাংলোদেশে প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে ।

সরকারিভাবে চাঁদপুর জেলা প্রশাসনের ত্রাণ শাখা চাঁদপুরের ২১৯ টির প্রতিটি মন্ডপের জন্যে ৫ শ কেজি হিসেবে ১১০ মে.টন চাল বরাদ্দ দিয়েছে ।

এ ব্যাপারে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ,উপজেলা প্রশাসন নিয়েছে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা । এ উৎসবকে ঘিরে জেলার ৮ উপজেলায় চলছে আনন্দ-উদ্দীপনা।

চাঁদপুর জেলা প্রশাসনের ত্রাণ শাখা সূত্রে ২০ সেপ্টেম্বর দুপুরে এ তথ্য জানা গেছে।

চাঁদপুরে এবছর ২১৯ টি শারদীয় দুর্গাপূজা মন্ডপ প্রস্তুত রাখার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে । জেলা ও প্রতিটি উপজেলা কমিটিও গ্রহণ করেছে পদক্ষেপ ।

প্রাপ্ত তথ্য মতে , এ জেলার ৮টি উপজেলায় ২১৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এ গুলো হলো : চাঁদপুর সদরে ৩৬টি ,হাজগঞ্জে ২৯ টি, কচুয়ায় ৪১টি, হাইমচরে ৬টি,শাহরাস্তি ১৮টি, ফরিদগঞ্জে ২০টি ,মতলব দক্ষিণে ৩৮টি এবং মতলব উত্তরে ৩৮টি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ রয়েছে।

এখন প্রতিটি পূজামন্ডপে চলছে প্রতিমার শরীরে বিভিন্ন রংয়ের প্রলেপের শেষ কাজ। কোনো কোনো পূজা মন্ডপে ডেকোরেটরের সাজসজ্জার কাজ প্রায় ৯৫ % শেষ হয়েছে।

প্রসঙ্গত, সারাদেশে ৩২ হাজার ১শ ৬৮ টি পূজামণ্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। সব মণ্ডপেই নিরাপত্তা নিয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

শনিবার ২৪ সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পরিষদের সভাপতি জে.এল ভৌমিক এ কথা জানান।

তিনি বলেন,‘গত বছরের সহিংসতার কথা মাথায় রেখে এবছর সরকার চাচ্ছে কোনও অবস্থাতেই যেন কোনও অঘটন না ঘটে। আইনপ্রয়োগকারী সংস্থা গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি সক্রিয়। আমাদের ৩২ হাজার ১শ ৬৮টি মন্দির সুরক্ষা দেয়া খুব কঠিন। তাই আমরা এ বছর প্রত্যেক মন্দিরে স্বেচ্ছাসেবক নিয়োগ করছি,যারা রাতেও পাহারা দেবে।’


আবদুল গনি
চাঁদপুর টাইমস
২৪ সেপ্টেম্বর ২০২২
এজি