Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ভোটার উপস্থিতি বেশি হলে নৌকার ভোট বাড়বে: মায়া চৌধুরী
ভোটার

ভোটার উপস্থিতি বেশি হলে নৌকার ভোট বাড়বে: মায়া চৌধুরী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দাবী করবো উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিবেন।

শনিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভা কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী, চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সময়েই সব উন্নয়ন হয়েছে। নিন্ম আয়ের দেশ থেকে মধ্যেম আয়ের উন্নিতি হয়ে উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে আর আমি নির্বাচিত হলে অবহেলিত মতলব দক্ষিণের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।

মতলব পৌর মেয়র আহলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য দেন- আওয়মীলীগের শিল্ল ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক সালা উদ্দিন বাবর, আবু পাটোয়ারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আছমা আক্তার আখি, আওয়ামী লীগের উপকমিটির সদস্য অধ্যাপক রিসাদুল হক, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারক পাটোয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকন উজ্জামান রোকন, সাবেক যুগ্ন আহাবায়ক পারভেজ দেওয়ান, জেলা পরিষদের সদস্য আল-আমীন ফরাজি, মতলব পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম ইসলাম শিখা, আইরিন সুলতানা নয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, পৌরসভার কাউন্সিলর আনিছুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল হাসানাত ইয়াম, ঢাকা পলি ট্যাকনিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেকে যুগ্ন আহবায়ক সোসাইন মোহাম্মদ কচি, বর্তমান সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না।

নিজস্ব প্রতিবেদক, ৩১ ডিসেম্বর ২০২৩