Home / আন্তর্জাতিক / ভারতে বিশ্ব রেকর্ড: সংক্রমণ ৪ লাখ ছাড়িয়ে
mask people

ভারতে বিশ্ব রেকর্ড: সংক্রমণ ৪ লাখ ছাড়িয়ে

এবার ৪ লাখ ছাড়িয়ে গেল ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে তৈরি হলো নতুন রেকর্ড। সারা বিশ্বে এই প্রথম কোনো একটি দেশে আক্রান্তের সংখ্যা এক দিনে এ পরিমাণ ছাড়াল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দৈনিক আক্রান্ত ৩ লাখ ছাড়ানোর ৯ দিনের মাথায় তা পৌঁছে গেল ৪ লাখে। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, এক সপ্তাহে কীভাবে বেড়েছে সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। চার দিন ধরেই দেশটিতে মৃত্যু হচ্ছে তিন হাজারের বেশি। মোট প্রাণ হারিয়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন।

দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। তাই স্বাস্থ্য পরিষেবাতে তৈরি হয়েছে বিপুল চাহিদা। শয্যার পাশাপাশি অক্সিজেনের অভাবও দেশটিতে প্রকট। এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

ঢাকা চীফ ব্যুরো, ০১ মে, ২০২১;