Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া স্কুল ছাত্রের ওপর হামলা, থানায় অভিযোগ
স্কুল ছাত্রের

কচুয়া স্কুল ছাত্রের ওপর হামলা, থানায় অভিযোগ

কচুয়ায় পূর্ব বিরোধের জের ধরে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোয়াইব হোসেনের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল ছাত্রের মা রেহেনা বেগম বাদী হয়ে মেহেদী হাসান নামের এক যুবককে অভিযুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় লিখিত ও এলাকা সূত্রে জানা গেছে, বাদী কাদলা এলাকার জনৈক এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে এলাকায় শালিশ বৈঠকের ঘটনায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্কুল ছাত্র সোয়াইব কে বিভিন্ন সময় হুমকি-ধমকি প্রদান করে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সোয়াইবকে কাদলা ষ্টিল ব্রিজ এলাকায় পেয়ে মেহেদী হাসান এর নেতৃত্বে বেশ কয়েকজন উশৃৃঙ্খল যুবক দেশীয় লাঠি সোটা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং হাসপাতালে নেয়ার চেষ্টা করলে এতেও তারা বিভিন্ন ভাবে বাধাঁ ও প্রাণ নাশের হুমকি ধমকি প্রদান করে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার ন্যায় বিচার চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে।

কচুয়া প্রতিনিধি, ২৫ মে ২০২৪