Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বেকার যুবকদের কর্মসংস্থানে সাংবাদিকদের সাথে মতবিনিময়
Motlob Dokkhin
প্রতীকী

বেকার যুবকদের কর্মসংস্থানে সাংবাদিকদের সাথে মতবিনিময়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় ২৪ থেকে ৩৫ বছর পর্যন্ত এইচএসসি পাস বেকার যুবক ও যুবনারীদের কর্মসংস্থানে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলার স্থায়ী বাসিন্দা যুবক-যুবতী উপজেলা যুব উন্নয়ন অফিস  থেকে   সকল প্রকার তথ্য সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ দরখাস্ত করার জন্য বলা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহাবুব উল আলম, মতলব প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রোটা. গোলাম  সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০১০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply